উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইভিপি৪) এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে ৪৪৪ টি উপজেলা/থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োপপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ১৫ দিনব্যাপী ১০৮৬ টি ব্যাচে প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ প্রদানের প্রশাসনিক অনুমোদন রয়েছে। উক্ত প্রশিক্ষণ প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অর্থ প্রদান করা হয়েছে।
প্রাক প্রাথমিক প্রশিক্ষণ ২০২৩ এর নির্দেশনাসমূহ
২৯ প্রশিক্ষণটি আগামী ১০/১০/২০২৩ তারিখ থেকে শুরু করে ৩০/১২/২৩ শে ডিসেম্বর ২৩ তারিখের মধ্যে কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণের সাথে সমন্ময় করতে হবে। প্রশিক্ষণের সময়কাল ১৫ দিন এবং প্রশিক্ষণ শুরু করার পর সপ্তাহিক ছুটির দিনসহ বিরতিহীনভাবে (জাতীয় দিবসসমূহ ও সরকারি ছুটির দিন বাতীত) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। কোন বিশেষ কারণে সময় পরিবর্তন হলে তা প্রশিক্ষণ বিভাগকে অবহিত করে পূর্বানুমতি গ্রহণ করতে হবে;
২.২ প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীদের সকাল ০৮:৩০ ঘটিকায় প্রশিক্ষণ ভেন্যুতে উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রতোক প্রশিক্ষণার্থীকে ইতিপূর্বে এ প্রশিক্ষণ গ্রহণ করেননি মর্মে অঙ্গীকারনামা ইউআরসি/টিজারসিতে জমা দিতে হবে;
২.৩ উপজেলা/থানা শিক্ষা অফিসার শিক্ষকের নাম, পদবী ও অন্যানা তথ্যাদি উল্লেখপূর্বক বর্ণিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইউআরসি/টিজারসি ইন্সট্রাক্টরগণ/দায়িতপ্রাপ্ত ইন্সট্রাক্ট এর সাথে আলোচনা করে ব্যাচওয়ারী শিক্ষক মনোনযান প্রদান করবেন এবং মনোনয়নকারী হিসেবে (নিজন্স ইউজার আইভি ও পাসওয়ার্ড বাবছার করে) Training Tracking Software/ Primary Education managements information system এর প্রাক, প্রাথমিক প্রশিক্ষণ এ এন্ট্রি করে কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নিয়োগপরা্ প্রাক-প্রাথমিক শিক্ষকগণকেপ্রশিক্ষণার্থী ছিসেবে মনোনয়ন দিবেন। Training Tracking Software/ Primary Education managements information system সফটওয়ার এ এন্টি
ব্যতীত এ প্রশিক্ষণে মনোনয়ন দেয়া যাবে না। তথা এন্টিঞ্জনিত কোন সমস্যা হলে প্রাথমিক শিক্ষা দপ্তরের আইএমডি বিভাগের সাথে ই-মেইলে (helpimddpe@gmail.com) মোগাগোগ করা যেতে পারে;
২ প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২৫ জন শিক্ষক প্রশিক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করবেন। সর্বনিম্ন ১৫ জন প্রশিক্ষার্থী নিয়ে ব্যাচ গঠন করা যাবে। কোন অবস্থাতেই একজন শিক্ষক একাধিকবার উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। কোনক্রমেই একটি বিদ্যালায় হতে একই ব্যাচে একাধিক শিক্ষককে মনোনয়ন দেয়া যাবে না।
আরো পড়ুনঃ
প্রাক প্রাথমিক প্রশিক্ষণ ২০২৩ নির্দেশনা |