প্রাথমিক বিদ্যালয় স্লিপ গাইডলাইন ২০২৩
প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত অর্থ নির্ভর করে বিদ্যালয়ের শিক্ষার্থীর উপর। অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিদ্যালয় প্রতি বরাদ্দ বেশি হবে অন্যদিকে শিক্ষার্থী সংখ্যা কম হলে বরাদ্দ কম হবে। চলুন দেখে নেওয়া যাক শিক্ষার্ধীর সংখ্যার সাথে বরাদ্দকৃত অর্থের সম্পর্ক।
প্রাথমিক বিদ্যালয় স্লিপ বরাদ্দের অর্থের পরিমাণ:
- ৫০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ৫০,০০০/- টাকা।
- ৫১-৩০০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ১,০০,০০০/- টাকা৷
- ৩০১-৬০০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ১,৫০,০০০/- টাকা।
- ৬০১-১০০০ জন শিক্ষার্থী থাকলে বরাদ্দ ২,০০,০০০/- টাকা।
- ১০০০ জনের উপরে শিক্ষার্থী থাকলে বরাদ্দ ২,৫০,০০০/- টাকা৷
প্রাথমিক বিদ্যালয় স্লিপ গাইডলাইন এ যে বিষয়গুলো রয়েছে
- স্লিপ পরিকল্পনা কী?
- স্লিপ বা বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা কী?
- স্লিপের লক্ষ্য
- স্লিপের উদ্দেশ্য
- বিদ্যালয়ের স্টেকহোল্ডার
- স্লিপ প্রণয়ন টিম গঠন
- স্লিপ প্রণয়ন টিমের কার্যপরিধি
- স্লিপ প্রণয়ন টিমের আনুষঙ্গিক ব্যয় নির্বাহ
প্রাথমিক বিদ্যালয় স্লিপ গাইডলাইন ২০২৩ pdf download করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আরো পড়ুন: