প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়কর রিটার্ন জমাদান
আয়কর রিটার্ন দাখিলের পূর্বে কিছু তথ্য জানা প্রয়োজন। তথ্যগুলো আপনারা NBR এর ওয়েবসাইটে পেয়ে যাবেন। নিচে দেওয়া লিংক থেকে তথ্যগুলো জেনে নিন।
প্রাথমিক শিক্ষকরা কিভাবে আয়কর রিটার্জ জমা দিবেন
প্রাথমিক প্রধান ও সহাকরী শিক্ষরা কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন সেটা কিছু ধাপের মাধ্যমে দেখানো হলো।
ধাপ-১:
- প্রথমে https://secure.incometax.gov.bd/Registration/Index ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করুন। (রেজিস্ট্রেশন করা থাকলে লগিন করুন)।
- TIN সার্টিফিকেট নম্বরটি সংগ্রহ করুন।
ধাপ-২:
- https://etaxnbr.gov.bd/ সাইটে রেজিস্ট্রেশন করুন ঐ টিন ও মোবাইল নম্বর দিয়ে। (রেজিস্ট্রেশন করা থাকলে লগিন করুন)।
- বাম পাশ থেকে Detail Return নির্বাচন করুন।
- নিচের ভিডিওটি দেখুন ও অনুসরণ করুন।