প্রাথমিক শিক্ষকগণ কি পিআরএলে সম্পূর্ণ বেতন পান?

প্রাথমিক শিক্ষকগণ কি পিআরএলে সম্পূর্ণ বেতন পান


সকলেই একথা জানে যে সরকারি চাকুরিজীবীরা সকলেই পিআরএলে গেলে সম্পুুর্ণ বেতন পান। কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্যও কি সেই একই নিয়ম? চলুন জেনে নেওয়া যাক।

ফেজবুকে একজন প্রশ্ন করেছেছেন ”শুনেছি প্রাইমারি স্কুলের শিক্ষকগণ এক বছর পিআরএলে থাকার সময় ফুল বেতন পান না। কথাটা কতোটুকু সত্য?”

প্রাথমিক শিক্ষক সহ সকল ভেকেশন ডিপার্টমেন্টের সরকারি চাকুরিজীবীদের পিআরএলে প্রথম ৬মাস অর্ধেক বেতন এবং পরের ৬ মাস সম্পূর্ণ বেতন পাবেন।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ শুধুমাত্র অর্ধ গড় বেতনে ছুটি অর্জন করে থাকেন, তাই তারা যখন পিআরএল ছুটি ভোগ করবেন, তখন তাদের মূল বেতনও অর্ধ গড় হারে প্রাপ্য হবেন। টিফিন ভাতা ব্যতীত চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ও বাকি ভাতাদি সবই ঠিক থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন