১ জানুয়ারি ২০২৪ বই উৎসব ২০২৪

১ জানুয়ারি ২০২৪ বই উৎসব ২০২৪


প্রত্যেক বছরের ন্যায় এই বছরের প্রথম দিনে ”বই উৎসব ২০২৪” উৎযাপন করা হবে। এই বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে বই উৎসব পালিত হবে। দেশে অন্যান্য উৎসবের ন্যায় এটিও একটি আনন্দের উৎসব।

বই উৎসব ২০২৪

বই উৎসব ২০২৪ কে উদ্দেশ্য করে দেশের ৬৪টা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বই পৌছে গেছে। আগামী ১ জানুয়ারি ২০২৪ এই বইগুলো শিক্ষার্থীদের মাধ্যে বিতরণ করা হবে। শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে বই নিতে এই দিনে বিদ্যালয়ে ভিড় করে।

বাংলাদেশে ১ জানুয়ারি বই উৎসব খুব কাঙ্খিত একটি দিন ও আনন্দের একটি দিন। তাই শুধু বই বিতরণের মধ্যেই এই উৎসবটি সীমাবদ্ধ নেই। এই বই উৎসবকে ঘিরে বিভিন্ন পরীক্ষায় বই উৎসব অনুচ্ছেদ রচনা, বই উৎসবের বক্তব্য, বই উৎসব প্রতিবেদন, বই উৎসব রচনা, বই উৎসব ২০২৪ এর স্লোগান লিখতে দেওয়া হয়।

বই উৎসব ২০২৪ বিষয়ে প্রাথমিকের চিঠি

বই উৎসব ২০২৪ বিষয়ে প্রাথমিকের চিঠি



আরো পড়ুনঃ

  • বই উৎসব অনুচ্ছেদ রচনা
  • বই উৎসব ২০২৩ এর স্লোগান
  • বই উৎসব নিয়ে উক্তি
  • বই উৎসব ২০১৯ ব্যানার
  • বই উৎসব প্রতিবেদন
  • বই উৎসব png




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন