৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই pdf

৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই pdf


৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্ত এনসিটিবি  সার্ভারে অনেক চাপ থাকার কারণে তা অধিকাংশ সময় ডাউন থাকে। এজন্য ৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই pdf download করা কঠিন হয়ে যায়। তাই আজকের পোস্টে প্রাক-প্রাথমিক ৪+ শিক্ষক সহায়িকা বই পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।

৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা


প্রাক-প্রাথমিক শিক্ষার সঙ্গে পরবর্তী পর্যায়ের মানসম্মত শিক্ষা অর্জনের সংযোগ ও গুরুত্ব বিবেচনা করে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ ৫+ বয়সি শিশুদের জন্য এবং পর্যায়ক্রমে ৪+ বয়সি শিশুদের জন্য অর্থাৎ ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের বিধান উল্লেখ করা হয়েছে। তদনুযায়ী ২০১০ সাল থেকে সারাদেশে অন্তর্বর্তীকালীন প্যাকেজের মাধ্যমে এবং ২০১৪ সাল থেকে জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে ৫+ বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার নিয়মিত শিখন-শেখানো কার্যক্রম চালু করা হয়েছে। 
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮ অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনায় প্রাক-প্রাথমিক শিক্ষা (৪+ বয়সি শিশুদের জন্য) সম্প্রসারিত করার নির্দেশনা আছে। এতদ্প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ক্লাস্টারে নির্বাচিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন প্যাকেজের ভিত্তিতে ২০২১ সালে ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত কমিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্যাকেজ প্রণয়ন করে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনা ও পরামর্শে এই শিক্ষক সহায়িকাটি প্রণয়ন করা হয়েছে। এই শিক্ষক সহায়িকা প্রণয়ন, সম্পাদনা, যৌক্তিক মূল্যায়ন এবং মুদ্রণ ও প্রকাশনার বিভিন্ন পর্যায়ে যাঁরা সহায়তা করেছেন তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, ব্র্যাক আইইডি-ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনিসেফ, রুম টু রিড বাংলাদেশ এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশকে তাদের সার্বিক সহায়তার জন্য।


৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকার সূচিপত্র

ভূমিকা:
  • পটভ‚মি
  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • মূলনীতি
  • শিশুর বিকাশ ও বিকাশের ক্ষেত্র
  • অর্জন উপযোগী যোগ্যতা
  • প্রাক-প্রাথমিক (৪+ বয়সি) শিক্ষার শিখন-
  • শেখানো সামগ্রীর তালিকা ও ব্যবহার নির্দেশনা
  • প্রাক-প্রাথমিক (৪+ বয়সি) শিক্ষার রুটিন ও বার্ষিক পরিকল্পনা
  • বার্ষিক পরিকল্পনা থেকে সাপ্তাহিক রুটিন অনুযায়ী দৈনিক পাঠ পরিকল্পনা তৈরি
  • প্রাক-প্রাথমিক (৪+ বয়সি) শিক্ষা কার্যক্রমের বৈশিষ্ট্য শিক্ষকের জন্য তথ্য ও নির্দেশাবলি
পরিচিতি ও দৈনিক সমাবেশ:
  • পরিচিতি
  • নিজের পরিচিতি
  • বিদ্যালয়ের পরিচিতি
  • সহপাঠি ও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরিচিতি
  • দৈনিক সমাবেশ
  • কুশল বিনিময় ও সহযোগিতার মনোভাব
  • জাতীয় সংগীত
  • ভাব বিনিময়
  • পরিষ্কার পরিচ্ছন্নতা
শারীরিক ও পেশীজ কার্যক্ষমতা:
  • ব্যায়াম
  • শিক্ষকের জন্য বিশেষ নির্দেশনা
  • খেলা
  • ইচ্ছেমতো খেলা
  • ইচ্ছেমতো খেলার উপকরণ
  • নির্দেশনার খেলা
  • ভিতরের খেলা
  • বাহিরের খেলা
সামাজিক ও আবেগিক সামাজিক ও আবেগিক:
  • সুভেচ্ছা বিনিময় করি
  • আবেগ অনুভ‚তির প্রকাশ
  • মিলেমিশে থাকা
  • সুবিধা-অসুবিধা ও পছন্দ-অপছন্দের প্রকাশ

মূল্যবোধ ও নৈতিকতা: 
  • মূল্যবোধ ও নৈতিকতা
৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকার সূচিপত্র


৪+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকার সূচিপত্র সহ সম্পূর্ণ বইটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন