৫+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই
প্রাক-প্রাথমিক শিক্ষার সঙ্গে পরবর্তীতে মানসম্মত শিক্ষা অর্জনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। প্রাক-প্রাথমিক শিক্ষা শিশুদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাবৃত্তিক, সামাজিক ও আবেগিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই গুরুত্বের কথা বিবেচনা করে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ ৫+ বয়সি শিশুদের জন্য এবং পর্যায়ক্রমে ৪+ বয়সি শিশুদের জন্য অর্থাৎ ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের উল্লেখ করা হয়েছে। এর পূর্বে ২০০৮ সালে সারাদেশে ৩-৫ বছর বয়সি সকল শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষার আওতাভুক্ত করার লক্ষ্যকে
সামনে রেখে একটি সর্বজনস্বীকৃত জাতীয় মানের ওপর ভিত্তি করে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যকরভাবে ও সুসংগঠিতরূপে বাস্তবায়নের জন্য “প্রাক-প্রাথমিক শিক্ষার পরিচালন কাঠামো” প্রণয়ন করা হয়। অনুমোদিত কাঠামোর আলোকে ২০১০ সালে অন্তর্বর্তীকালীন প্যাকেজের মাধ্যমে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়সমূহে ৫+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১১সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৫+ প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম প্রনয়ন করা হয়। অনুমোদিত শিক্ষাক্রমের আলোকে ৫+ বয়সি শিশুদের জন্য শিখন - শেখানো সামগ্রী প্রনয়ন করে ২০১৪ শিক্ষাবর্ষে সারাদেশে ৫+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৪+ প্রাক-প্রাথমিক থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে “জাতীয় শিক্ষাক্রম রূপরেখা: প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি” ২০২১ সালে প্রণয়ন করে। এর ধারাবাহিকতায় ২০২১ সালে ৪+ বয়সিদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়ন এবং ৫+ বয়সিদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০২২ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণিত পরিমার্জিত জাতীয় প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম (৪+ ও ৫+) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়। অনুমোদিত কারিকুলামের আলোকে ৪+ বয়সি শিশুদের জন্য শিখন-শেখানো সামগ্রী প্রণয়ন করা হয়েছে এবং ৪+ বয়সি প্রাক-প্রাথমিক শিক্ষার সাথে সমন্বয় করে ৫+ বয়সি শিশুদের জন্য শিখন-শেখানো সামগ্রী
প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। এক্ষেত্রে নিম্নলিখিত দলিলাদি বিবেচনায় নেওয়া হয়েছে-
- শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩ (Comprehensive Early Childhood Care and Development Policy 2013)
- প্রারম্ভিক শিখন ও বিকাশের আদর্শিক মান ২০২০ (Early Learning and Development Standards)
- প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১
- প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম ২০২২
- বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক ৪-৫ বছর বয়সি শিশুদের প্রারম্ভিক বিকাশ কার্যক্রমের জন্য প্রণীত প্যাকেজ
- ৪+ বয়সি শিশুদের জন্য প্রণিত প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম ও শিখন-শেখানো সামগ্রী
- ৫+ বয়সি শিশুদের জন্য বিদ্যমান
প্রাক-প্রাথমিকশিক্ষাক্রম ও শিখন-শেখানো সামগ্রী
৫+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই সূচিপত্র
ভূমিকা:
- পটভূমি - ১০
- লক্ষ্য ও উদ্দেশ্য - ১১
- মূলনীতি - ১১
- শিশুর বিকাশ ও বিকাশের ক্ষেত্র - ১৩
- অর্জন উপযোগী যোগ্যতা - ১৪
- প্রাক-প্রাথমিক (৫+ বয়সি) শিক্ষার বিভিন্ন কাজ - ১৬
- প্রাক-প্রাথমিক (৫+ বয়সি) শিক্ষার শিখন শেখানো সামগ্রীর তালিকা ও ব্যবহার নির্দেশনা - ১৭
- প্রাক-প্রাথমিক (৫+ বয়সি) শিক্ষার রুটিন ও বার্ষিক পরিকল্পনা - ১৮
- বার্ষিক পরিকল্পনা থেকে সাপ্তাহিক রুটিন অনুযায়ী ২০ দৈনিক পাঠ পরিকল্পনা তৈরি -২০
- প্রাক-প্রাথমিক (৪+ বয়সি) শিক্ষা কার্যক্রমের বৈশিষ্ট্য শিক্ষকের জন্য তথ্য ও নির্দেশাবলি - ২২
পরিচিতি ও দৈনিক সমাবেশ:
- পরিচিতি ও দৈনিকে সমাবেশ - ২৬
- নিজের পরিচিতি ২৬
- বিদ্যালয়ের পরিচিতি
- সহপাঠি ও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরিচিতি ২৭
- শিখন-শেখানো সামগ্রী পরিচিতি ২৯
- দৈনিক সমাবেশ ২৯
- কুশল বিনিময় ও সহযোগিতার মনোভাব ৩০
- জাতীয় সংগীত ৩০
- ভাব বিনিময় ৩১
- পরিষ্কার পরিচ্ছন্নতা ৩২
বিস্তারিত সূচিপত্র দেখতে সম্পূর্ণ ৫+ প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা বই pdf download করুন।
আরো পড়ুনঃ