শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকার প্রথামিক বিদ্যালয়গুলো এক শিফট এ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পর্যাপ্ত অবকাঠামোর অভাবে দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা সম্ভব হচ্ছেনা। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অদূর ভবিষৎ এ সকল প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে পরিচালনার জন্য। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর চাপ কমবে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়তা হবে।
২০২৪ সালে এক শিফট সিস্টেমে চলা প্রাথমিক বিদ্যালয়ের তালিকা
১০ই অক্টোবর ২০২৪ সালে একটি চিঠির মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১ শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। নিচে চিঠিটির কথাগুলো দেওয়া হলো ও তলিকাটি দেওয়া হলো। তালিকাটি অনেক বড় হওয়ার কারণে প্রথম কয়েকটি পেজ দেওয়া হলো। সম্পূর্ণ তালিকাটি দেখতে পিডিএফ ডাউনলোড করুন।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি) এর আওতায় ডিএলআই ৫.৩ অর্জনের লক্ষ্যে পূর্বের এক শিফটে চলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এতদসঙ্গে সংযুক্ত সারাদেশের সর্বমোট ১২,৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে (স্মারক নং ৩৮.00.0000.008,99,002.২০.২০২, তারিখ: ২৮ এপ্রিল ২০২৪) এক (সিঙ্গেল) শিফটে রূপান্তর করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসকল বিদ্যালয়ে এক (সিঙ্গেল) শিফটে পাঠদান কার্যক্রম চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন ব্যতীত পরবর্তীতে এসকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুনরায় দুই (ডাবল) শিফটে রূপান্তর করা যাবে না।
এক শিফট প্রাথমিক বিদ্যালয়ের তালিকা ২০২৪ Pdf Download
এক শিফট সিস্টেমের সুবিধা
শিক্ষার মান উন্নয়ন: এক শিফটে ক্লাস হওয়ায় শিক্ষকরা শিক্ষার্থীদের উপর আরো ভালোভাবে নজর রাখতে পারবেন এবং তাদেরকে আরো ভালোভাবে শিখাতে পারবেন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য: দুই শিফটে ক্লাস করার কারণে অনেক শিক্ষার্থীই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ত। এক শিফট সিস্টেমে এ সমস্যা অনেকটা কমে যাবে।
শিক্ষকদের উপর চাপ কমবে: দুই শিফটে ক্লাস নেওয়ার কারণে শিক্ষকদের উপর অনেক চাপ থাকত। এক শিফট সিস্টেমে এ চাপ অনেকটা কমে যাবে।
শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন: এক শিফট সিস্টেমে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে আরো ভালোভাবে সময় কাটাতে পারবেন এবং তাদের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন।
কিছু প্রশ্ন ও উত্তর
❓কেন এক শিফট সিস্টেম চালু করা হয়েছে?
✔️শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য এক শিফট সিস্টেম চালু করা হয়েছে।
❓কিভাবে জানব আমার বিদ্যালয় এক শিফট সিস্টেমে যাচ্ছে কিনা?
✔️আপনি আপনার স্কুলের অধ্যক্ষ বা শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে পারেন।
❓এক শিফট সিস্টেমে যাওয়ার পর শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি কি হবে?
✔️এক শিফট সিস্টেমে যাওয়ার পর শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
উপসংহার
এক শিফট সিস্টেম শিক্ষার গুণগত মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করা যায়, এই সিস্টেমের মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থা আরো উন্নত হবে।
আরো পড়ুনঃ
Tags:
এক শিফট