প্রতিবছর শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক পরিবহনের চলমান রয়েছে। প্রতি বছর এই প্রক্রিয়ায় প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ করা হয়। এই বছর ও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রশ্ন হলো, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বিদ্যালয় প্রতি বাজেট বরাদ্দ কত? অর্থাৎ বরাদ্দ কি আগের মতই আছে নাকি কিছুটা বৃদ্ধি পয়েছে? চলুন দেখে নেওয়া যাক ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পরিবহনের বিদ্যালয় প্রতি বাজেট বরাদ্দ কত?
২০২৫ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনের বাজেট বরাদ্দ প্রদান প্রসঙ্গে অধিদপ্তরের চিঠি
গত ৬/২/২০২৫ তারিখে স্বাক্ষরিত একটি চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের বই বিতরণ পরিবহনের বাজেন বিস্তারিত প্রকাশ করেন। নিচে চিঠির কিছু অংশ তুলে ধরা হলো এবং সেই সাথে মুল পিডিএফ টির ডাউনলোড লিংক দেওয়া হলো।
উপর্যুক্ত বিষয়ের আলোকে ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিদ্যালয় পর্যায়ে পরিবহনের নিমিত্ত সংযুক্ত তালিকা অনুসারে ৫,৮৬,৫৫,৮০০/- (পাঁচ কোটি ছিয়াশি লক্ষ পঞ্চান্ন হাজার আটশত) টাকা তাঁর নিয়ন্ত্রণে প্রদান করা হলো। সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণকে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে নিম্নবর্ণিত শর্তে সরকারি বিধি মোতাবেক সে পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।
শর্তাবলীঃ
ক. এ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন বাজেটের প্রাতিষ্ঠানিক কোড 1240201107529 প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (বিশেষ কার্যক্রম) 120001413 বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ এর ৩২২১১০৬ পরিবহন ব্যয় খাতে বরাদ্দকৃত ১০,০০,০০,০০০.০০ (দশ কোটি) টাকা হতে মিটানো হবে;
খ.২০২৪-২৫ অর্থবছরে iBAS++ এর Authorization DDO এর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা / থানা শিক্ষা অফিসারগণ ব্যয় করতে পারবেন;
গ. এ অর্থ সরকারি বিধি মোতাবক ব্যয় করতে হবে। এ অর্থ হতে উপজেলা/থানা থেকে প্রাথমিক বিদ্যার বই পরিবহন ব ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট জায়ন-র কর্মকর্ত ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন;
ঘ. অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৫ এর মধ্যে সমর্পণ করতে হবে। অব্যয়িত অর্থ dpe - accounting information system-এর মাধ্যমে মাসিক SOE জানানের সময় সমর্থন করতে হবে।
ঙ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের accounting information system : মাসিক খরচের বিবরণ নিয়মিত এটি করতে হবে;
২০২৫ শিক্ষাবর্ষের বই পরিবহন বাজেট বরাদ্দ
২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিদ্যালয় পর্যায়ে পরিবহনের বরাদ্দ দুরুত্ব অনুযায়ী দেওয়া হয়েছে। বই রাখা কেন্দ্র থেকে বিদ্যালয়ের দুরুত্ব অনুযায়ী বরাদ্দের পরিমাণ নিচে দেওয়া হলো।
- ০-৫ কি. মি. এর মধ্যে অবস্থিত বিদ্যায়ের জন্য বিদ্যালয় প্রতি ৬০০ টাকা
- ৫ কি. মি. এর উর্ধ্বে এবং ১০ কি. মি. এর এর মধ্যে অবস্থিত বিদ্যায়ের জন্য বিদ্যালয় প্রতি ৮০০ টাকা
- ১০ কি. মি. এর উর্ধ্বে অবস্থিত বিদ্যায়ের জন্য বিদ্যালয় প্রতি ১০০০ টাকা